শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

দেখে নিন আর জানুন ফ্রীল্যান্সিং সম্পর্কে

দেখে নিন আর জানুন ফ্রীল্যান্সিং সম্পর্কে:

বর্তমানে অলিতে গলিতে ট্রেনিং সেন্টার আর ফেসবুক ট্রেনিং সেন্টারের সংখ্যা স্টুডেন্ট এর তুলনায় কয়েক গুন।
অনেক ট্রেনিং সেন্টার নামমাত্রে কোর্স ফী নিয়ে কিভাবে স্টুডেন্টদের সময় দেয় সেটাই বুঝা যাচ্ছে না, মাত্র ২০০০/= দুই হাজার টাকায় একজন স্টুডেন্ট কে ২৪ টা ক্লাসে ২৪ ঘন্টা সময় দিলে ১ঘন্টা সময়ের দাম মাত্র ৮৩/= তিরাশি টাকা
tongue emoticon
, মানে প্রায় ১ডলার। অর্থাৎ তারা অনলাইন থেকে ১ ডলার ও আয় করতে পারছে না বলেই ট্রেনিং করাচ্ছে।
অনেক ট্রেনিং সেন্টার ১৫০০০/= পনের হাজার টাকা কোর্স ফী নিয়েও স্টুডেন্টদের কোর্স করানোর পর তাদের কোন গাইড-লাইন দিতে পারছে না।
অনেকে একটার পর একটা বিভিন্ন কোর্স করেও নিজের কর্মের ব্যবস্থা করতে পারছে না।

কেন এমন হচ্ছে ? এই প্রশ্নের উত্তর খোজা থেকে বেশী গুরুত্ত্বপূর্ণ হল আমরা নিজেদের অবস্থান থেকে কি করছি, যা আমাদের অন্তরায়ঃ
১. সরকারি ভাবে যেভাবে ফ্রীল্যান্সিং কে তুলে ধরা হচ্ছে তা এই সেক্টরকে স্ফীত করে তুলতেছে।
২. বিভিন্ন ট্রেনিং সেন্টার যেভাবে এড দিচ্ছে যেন মাউস টিপলেই টাকা - যত বেশি টিপতে পারবেন তত বেশী ডলার।
৩. যারা কাজ করতেছেন তাদের মধ্যেও একটা অংশ সেলিব্রেটি হতে চান বলে একের পর এক সেশন করে বেলুন ফুলিয়ে যাচ্ছেন।
যে যেভাবে পারতেছে মানুষের বিশ্বাস কে পুজি করে হাতিয়ে নেয়া হচ্ছে।
একবার এসেছিল ডেস্টিনি , প্রায় ঘরে ঘরেই ডেস্টিনি ঢুকেছিল কিন্তু টিকে থাকে নি বেশীদিন।
এরপর ডিজিটাল ডেস্টিনি হিসেবে ডুল্যান্সার , স্কাইল্যান্সার এসেছিল , টিকে নি।
আশা করছি এক সময় বিশ্বাস এর বাধ ভেঙ্গে যাবে।

আমাদের ইচ্ছা আছে কিন্তু সীমাবদ্ধতা অনেক এরই মাঝে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে ।
এই সপ্তাহে ২ জনের দেখা পেয়েছি, এদের মধ্যে একজন নামী প্রতিষ্ঠানে ২ টি কোর্স করলেও তা ফ্লপ হয়েছে।
একজন , গ্রাফিক্স এর কোর্স করেও বেকার।
আমার এতক্ষনের লিখা পড়ার পর আপনি ভাবছেন আমি ট্রেনিং সেন্টারকে দোষ দিচ্ছি ?
মোটেও না, আমি দোষ দিচ্ছি , আপনার নিজের অবিবেচক বিবেক আর বুদ্ধি হীনতার।
কেন?

কারন , আপনি কোর্স করার আগে একবারো ভেবে দেখেন নি আপনি ওই কাজ পারবেন কিনা ? শুনেছেন আর হুজুগে টাকা খরচ করেছেন ? সেই দায় ভার কেন অন্যের ঘাড়ে চাপাবেন ? আপনি ২০হাজার টাকা খরচ করে কোর্স করেছেন, অথচ বাসায় অনুশীলন করেন নি, নিজের দক্ষতা অর্জন করেন নি। অথবা যেখানে কম টাকা দেখেছেন সেখানে ভর্তি হয়েছেন ? আপনার কি মনে হয় -- ১ হাজার টাকা বেশী নাকি ১০ হাজার টাকা বেশী । আপনাকে ১ হাজার টাকা দিলে আপনি কি ১০ হাজার টাকার মত খাটবেন ? তাহলে কিভাবে চিন্তা করেন ট্রেনিং সেন্টার আপনার জন্য ১০ হাজার টাকার শ্রম দিবে বা আপনার জন্য সার্বিক সহযোগিতা করবে। (আপনি এমনটি ভেবেছেন বলেই আর নিজের কাজে সময় দেন নি বলেই নিজেই নিজেকে ঠকিয়েছেন।)

আমাদের একটি ছোট গ্রুপ আছে এই গ্রুপে বড় আকারে কিছু না করতে পারলেও আমরা আপাতত আমাদের মেয়েদের জন্য যারা নিজের জন্য কিছু করতে চায়, যারা পরিশ্রমি সে সব " অপরাজিতা-অনন্যা " মেয়েদের কে আমাদের গ্রুপে প্রশিক্ষন দিয়ে তাদের কে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপ থেকে প্রশিক্ষনের পর তারা আমাদের গ্রুপেই আজীবন মেম্বার। এখানে প্রশিক্ষনের খরচ মধ্যম মানের এবং মাসিক কিস্তিতে পরিশোধ করা হয়। ক্লাস হয় অন-লাইনে লাইভ স্কাইপে তে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদের সাথে অন-লাইনে ক্লাস করছেন অনেক মেয়েরা। আমরা তাদের জন্য আনন্দিত। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকগুল দেখুন
এখনি দেখে নিন আর জানুন ফ্রীল্যান্সিং সম্পর্কে। অনেকে মনে করেন ফ্রীল্যান্সিং মানে টাকা আর টাকা। সঠিক ভাবে জানতে হলে আপনাকে ত পড়তেই হবে আমাদের এই লিংক যা আপনার কাজে লাগবেই , কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না।


আমাদের সম্পর্কে জানতে আপনি আরো দেখতে পারেনঃ
আমাদের গ্রুপ থেকে আপনি কাজ শিখে আপনার ক্যারিয়ার গড়ে নিতে পারেন
About - FreelancerTeam2014             : http://goo.gl/rVlBNT
FreelancerTeam2014 - FB page        : http://goo.gl/1UQGkP
Our Blog Page                              : http://freelancerteam2014.blogspot.com
Facebook Friend                          : https://www.facebook.com/freelancerummi
 

Freelancing Guide line                  : http://goo.gl/FBWeKH

Course    Syllabus                       : http://goo.gl/rCYplO    
Admission form link                     : http://tinyurl.com/q7wdfp4
FT2014 - Monthly Fee link             : http://tinyurl.com/knmo4aj 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন