সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

মডেম সমস্যার সমাধানঃ

মডেম সমস্যার সমাধানঃ

আপনারা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ক্লাস করছেন, তাদের কেউ কেউ অনেক এমন প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখানে মডেমের স্পীড নিয়ে সমস্যা হয়। অনেকেই ৩জি স্পীড পাচ্ছেন না। তাই আমি আপনাদের কিছু ভিডিও শেয়ার করছি , এই ভিডিওর মত করে ঘরের বাহিরে বা ঘরের ভিতরে মডেম সেটাপ করে নিবেন, তাহলে আপনার বাড়ি থেকে দূরে সদরেও যদি ৩জি নেট থাকে আপনি পাবেন। একটা ব্যাপার খেয়াল রাখবেন। ঘরের ভিতরে রাখলে ১.৫মিটারের বেশী বড় কেবল ব্যাবহার করবেন না। কিন্তু আপনি যদি ১.৫ মিটারের বেশী বড় ক্যাবল ব্যবহার করেন বা ঘরের বাহিরে ব্যবহার করেন যেখানে ক্যাবল বেশী লাগবে সে ক্ষেত্রে মডেমের জন্য আলাদা পাওয়ার সাপ্লাই হিসেবে ৫ভোল্ট এর নকিয়া মোবাইল চার্জার ব্যবহার করবেন। এই ব্যাপারে কোন হেল্প লাগলে হেল্প সেন্টারে কথা বলুন।
https://www.youtube.com/watch?v=OdJuXtjgIrA (এটাতে অনেক ক্লিয়ার করে দেখানো)
https://www.youtube.com/watch?v=WkXsS-kTtPo

https://www.youtube.com/watch?v=0sa5lX6GXGY
https://www.youtube.com/watch?v=9u-F8EGJ2R4
https://www.youtube.com/watch?v=2D2RtiBvEJA



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন