সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

100% Pure Guide line

সঠিক ও সেরা গাইড-লাইন
অনেকেই কাজ শিখার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করেন, আজ আমি আপনাদের মার্কেট স্ট্রাটেজি এর সাথে কাজ শিখার ধারাবাহিকতা আলোচনা করব সংক্ষেপেঃ
---------------------------------------------------------------------------------------
আমরা গড়ে কমন যে কাজ গুল শিখি তা হল -
১. Data Entry (পরিশ্রম বেশী আয় কম)
২. SEO ( ১ এর তুলনায় পরিশ্রম কম আয় বেশী)
৩. Graphics ( ১,২ এর তূলনায় পরিশ্রম কম আয় বেশী )
৪. Web Design n Development ( ১,২,৩ এর চেয়ে তুলনামুলক পরিশ্রম কম এবং আয় অনেক অনেক বেশী )

কোন কাজ কার জন্য বা কিসের জন্য ঃ
-----------------------------------------------------
১. Data Entry : প্রাথমিক ভাবে যারা কিছুই পারে না, শুধু টাইপ করতে জানে তাদের জন্য। এখানে শিখার কিছুই নাই, টাইপ আর এক্সেল পারলেই হবে। সাধারণত যাদের লেখাপড়া অনেক কম বা যারা অন্য সেক্টরে মোটেও কিছুই পারেন না তাদের জন্য। তবে উচ্চ শিক্ষিতদের জন্য এইটা না। যারা শিক্ষিত ব্যাক্তি তারা চাইলেই নিজের মেধার ব্যবহার করতে পারেন। আপনি হয়ত ভাল ট্রেইনিং পাচ্ছেন না তাই হয়ত ভাল করতে পারছেন না, তাই ভাল কাজ শিখুন , ভাল কোথাও থেকে।
২. SEO: এটা শিখলে আপনি ইন্টারনেট এর যাবতীয় ঘুটিনাটি শিখতে পারবেন , মার্কেট এর ট্রেন্ড গ্রাফ বুঝতে পারবেন। তাই SEO কাজ না করলেও আগে SEO শিখে নিবেন। তখন আপনাকে কেউ ইন্টারনেট আর ফ্রীল্যান্সিং মার্কেট নিয়ে বোকা বানাতে পারবেন না।
৩.Graphics: ছোট বেলা থেকে যদি আকা আকি ভাল লাগে বা ভাল আকতে জানেন, কালার বুঝেন, বা আপনি যদি চারুকলা থেকে পড়াশুনা করেন তবে, গ্রাফিক্স আপনার জন্য বেটার । তা না হলে অন্যের দেখা দেখি গ্রাফিক্স শিখলেও শাইন করতে পারবেন না। হয়ত সাময়িক কিছু পয়সা আয় হবে কিন্তু ভাল কিছু করতে পারবেন না।
৪. Web Design n Development: এইখানে অংকের মত জটিল কোন কিছু নাই, তবে ভাল ভাবে প্র্যাকটিস করলে যে কেউই ভাল করতে পারেন। এইখানে মূল গ্রাফিক্স এর কাজ করবেন গ্রাফিক্স ডিজাইনার, আর আপনি সেই গ্রাফিক্স থেকে ওয়েব ডিজাইন করে দিবেন। তাই গ্রাফিক্স বেসিক বুঝলেই হবে ডীপ লাগবে না। আর ওয়েব ডিজাইন থেকে ভাল ভাবে প্র্যাকটিস করে আপনি বহুদুর যেতে পারেন।
৫. Web Development Specialist on a Static sector : আপনি Web Design n Development ভাল করে শিখার পর যদি নির্দিষ্ট বিষয়ের উপর স্পেশালিস্ট হতে চান তবে , ডেভেলপমেন্ট এর কোন সু নির্দিষ্ট বিষয়ে দক্ষতা নিয়ে কাজ করতে পারেন। যেমন থীম ডেভেলপমেন্ট, প্লাগইন্স ডেভেলপমেন্ট, কাস্টম ডেভেলপমেন্ট, এপস ডেভেলপমেন্ট, ডাটাবেস এক্সপার্ট, ইত্যাদি।
৬. আরো আছে, এনিমেশন ইত্যাদি ইত্যাদি


কিভাবে শিখে এগিয়ে যাবেন?
----------------------------------------------------------
স্টার্টিং স্টেপঃ আপনি যাই শিখতে চান না কেন , আপনাকে আগে ভাল করে, কম্পিউটার পরিচালনা, ও ইন্টারনেট সার্চিং কৌশল ভাল করে জানতে হবে। টাইপিং মোটামুটি জানলেই হবে। এবার স্টেপ বাই স্টেপ আগাতে হবে।

১ম স্টেপঃ
SEO হল ফ্রিল্যান্সিং এর বেসিক কোর্স। SEO শিখে ফেলুন, SEO শিখলে আপনার পরবর্তীতে লাগবে এমন অনেক কিছুই শিখা হয়ে যাবে। এবার চাইলে SEO করতে পারেন বা ২য় স্টেপ এ চলে যান।

২য় স্টেপঃ
এবার Graphics বা Web Design শিখুন, শিখা শেষ হলে কিছুদিন অনুশীলন করে, আয় করার জন্য উঠে পড়ে লেগে যান। এখন আপনার আর্নিং এর সময়, পরিশ্রম করুন , আয় আসবেই। ধৈর্য্য ধরে এগিয়ে যান।
( নোটঃ মার্কেট প্রতিনিয়তই নতুন নতুন ট্রেন্ড নিয়ে এগিয়ে যাচ্ছে , তাই আপনাকেও আপডেট করতে হবে , আগেই বলেছি SEO কোর্স করার কারনে আপনি এই ট্রেন্ড বুঝতে পারবেন, আয় করার পাশাপাশি যদি নিজেকে দক্ষ করে এগিয়ে নিতে চান। এবার মার্কেট ট্রেন্ড এর সাথে তাল মিলিয়ে এক্সপার্ট লেভেল নিয়ে কাজ শিখে নিজেকে এগিয়ে নিত হবে ।)
যেহেতু আপনি আয় করতে পারছেন তাই এখন আপনার জন্য ৩য় স্টেপ। অনেকে ২য় স্টেপ এর পরপরেই ৩য় স্টেপ এর ট্রেইনিং করে ফেলে। আবার কেউ কেউ এইখানেই বসে থেকে আয় করে আর মনে করে এটাই শেষ। কিন্তু জিবনে শেষ আর স্থির বলে কিছুই নাই।

৩য় স্টেপঃ
যদি ২য় স্টেপে Web Design n Development নিয়ে কাজ করেন। তবে এখন সময় সুনির্দিষ্ট কোন সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করা। এইখানে অনেক সেক্টর আছে, উল্লেখযোগ্য হল -
--- Theme Development ,
--- Plugins Development ,
--- Database,
--- php n MySQL for custom Development,
--- Apps Development,
--- java or, jquery or, php or, ASP, MySQL ---- for Custom Development.

এছাড়াও আরো অনেক সেক্টর আছে, এর যে কোন একটায় নিজেকে স্কীল্ড করতে হবে। এরপর নিজেই থীম,প্লাগইন্স, এপস বানিয়ে মার্কেট প্লেসে সেল করুন, নিজের ওয়েবসাইট বানান, SEO করে নিজের জায়গা করে নিন। বুঝতে পারছেন ত SEO আপনার এইখানেও ফিউচার গড়ার জন্য লাগবে।
আর,

Graphics নিয়ে কাজ করলে অন্য দিকে না যাওয়াই ভাল । গ্রাফিক্স এর Advanced লেভেল নিয়ে কাজ করে এগিয়ে যান। নিজের ওয়েব সাইট করুন, গ্রাফিক্স ডিজাইন সেল করুন, SEO করে মার্কেটপ্লেসে নিজের যায়গা দখল করে নিন। বুঝতে পারছেন ত SEO আপনার এইখানেও ফিউচার গড়ার জন্য লাগবে।
" নিজে SEO না জানলে বা কাউকে হায়ার করুন, আর জানলেও নিজের SEO করার সময় থাকবে না, কাউকে হায়ার করে কাজ করিয়ে নিবেন। "


কি কি শিখবেন ?
--------------------------------------
1. Graphics এর জন্যঃ Photoshop, Illustrator, Fireworks, Flash, Animation, 2D 3D, Video Editing, etc
2. Web Design n Development এর জন্যঃ HTML, CSS, Javascript, jQuery, Bootstrap, Basic PHP & MySQL .
3. Advanced Development এর জন্যঃ Full Web Design + Advanced PHP & MySQL, অথবা, java or, jquery or, php or, ASP, MySQL ---- for Custom Development.
এইখানে শুধু মাত্র ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে।
আরো অনেক অনেক আছে।
আশাকরি আপনাদের দেখামতে সবচেয়ে বেশী গাইডলাইন আমার এই লেখায় পাবেন। আমি কোথাও এমন পাই নি । এটা আমার অভিজ্ঞতার আলোকে করা।

আমাদের সম্পর্কে জানতে আপনি আরো দেখতে পারেনঃ
আমাদের গ্রুপ থেকে আপনি কাজ শিখে আপনার ক্যারিয়ার গড়ে নিতে পারেন
About - FreelancerTeam2014                : http://goo.gl/rVlBNT
FreelancerTeam2014 - FB page           : http://goo.gl/1UQGkP
Our Blog Page                                 : http://freelancerteam2014.blogspot.com
Facebook Friend                             : https://www.facebook.com/freelancerummi
 

Freelancing Guide line                     : http://goo.gl/FBWeKH

Course    Syllabus                          : http://goo.gl/rCYplO    
Admission form link                        : http://tinyurl.com/q7wdfp4
FT2014 - Monthly Fee link                : http://tinyurl.com/knmo4aj 




ভিন্ন কিছু লিখা আপনার জন্যঃ
বর্তমানে অলিতে গলিতে ট্রেনিং সেন্টার আর ফেসবুক ট্রেনিং সেন্টারের সংখ্যা স্টুডেন্ট এর তুলনায় কয়েক গুন।

অনেক ট্রেনিং সেন্টার নামমাত্রে কোর্স ফী নিয়ে কিভাবে স্টুডেন্টদের সময় দেয় সেটাই বুঝা যাচ্ছে না, মাত্র ২০০০/= দুই হাজার টাকায় একজন স্টুডেন্ট কে ২৪ টা ক্লাসে ২৪ ঘন্টা সময় দিলে ১ঘন্টা সময়ের দাম মাত্র ৮৩/= তিরাশি টাকা  :P , মানে প্রায় ১ডলার। অর্থাৎ তারা অনলাইন থেকে ১ ডলার ও আয় করতে পারছে না বলেই ট্রেনিং করাচ্ছে।

অনেক ট্রেনিং সেন্টার ১৫০০০/= পনের হাজার টাকা কোর্স ফী নিয়েও স্টুডেন্টদের কোর্স করানোর পর তাদের কোন গাইড-লাইন দিতে পারছে না।
অনেকে একটার পর একটা বিভিন্ন কোর্স করেও নিজের কর্মের ব্যবস্থা করতে পারছে না।

কেন এমন হচ্ছে ? এই প্রশ্নের উত্তর খোজা থেকে বেশী গুরুত্ত্বপূর্ণ হল আমরা নিজেদের অবস্থান থেকে কি করছি, যা আমাদের অন্তরায়ঃ
১. সরকারি ভাবে যেভাবে ফ্রীল্যান্সিং কে তুলে ধরা হচ্ছে তা এই সেক্টরকে স্ফীত করে তুলতেছে।
২. বিভিন্ন ট্রেনিং সেন্টার যেভাবে এড দিচ্ছে যেন মাউস টিপলেই টাকা - যত বেশি টিপতে পারবেন তত বেশী ডলার।
৩. যারা কাজ করতেছেন তাদের মধ্যেও একটা অংশ সেলিব্রেটি হতে চান বলে একের পর এক সেশন করে বেলুন ফুলিয়ে যাচ্ছেন।

যে যেভাবে পারতেছে মানুষের বিশ্বাস কে পুজি করে হাতিয়ে নেয়া হচ্ছে।
একবার এসেছিল ডেস্টিনি , প্রায় ঘরে ঘরেই ডেস্টিনি ঢুকেছিল কিন্তু টিকে থাকে নি বেশীদিন।
এরপর ডিজিটাল ডেস্টিনি হিসেবে ডুল্যান্সার , স্কাইল্যান্সার এসেছিল , টিকে নি।
আশা করছি এক সময় বিশ্বাস এর বাধ ভেঙ্গে যাবে।

আমাদের ইচ্ছা আছে কিন্তু সীমাবদ্ধতা অনেক এরই মাঝে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে ।
এই সপ্তাহে ২ জনের দেখা পেয়েছি, এদের মধ্যে একজন নামী প্রতিষ্ঠানে ২ টি কোর্স করলেও তা ফ্লপ হয়েছে।
একজন , গ্রাফিক্স এর কোর্স করেও বেকার।

আমার এতক্ষনের লিখা পড়ার পর আপনি ভাবছেন আমি ট্রেনিং সেন্টারকে দোষ দিচ্ছি ?
মোটেও না, আমি দোষ দিচ্ছি , আপনার নিজের অবিবেচক বিবেক আর বুদ্ধি হীনতার।
কেন?
কারন , আপনি কোর্স করার আগে একবারো ভেবে দেখেন নি আপনি ওই কাজ পারবেন কিনা ? শুনেছেন আর হুজুগে টাকা খরচ করেছেন ? সেই দায় ভার কেন অন্যের ঘাড়ে চাপাবেন ? আপনি ২০হাজার টাকা খরচ করে কোর্স করেছেন, অথচ বাসায় অনুশীলন করেন নি, নিজের দক্ষতা অর্জন করেন নি। অথবা যেখানে কম টাকা দেখেছেন সেখানে ভর্তি হয়েছেন ? আপনার কি মনে হয় -- ১ হাজার টাকা বেশী নাকি ১০ হাজার টাকা বেশী । আপনাকে ১ হাজার টাকা দিলে আপনি কি ১০ হাজার টাকার মত খাটবেন ?  তাহলে কিভাবে চিন্তা করেন ট্রেনিং সেন্টার আপনার জন্য ১০ হাজার টাকার শ্রম দিবে বা আপনার জন্য সার্বিক সহযোগিতা করবে। (আপনি এমনটি ভেবেছেন বলেই আর নিজের কাজে সময় দেন নি বলেই নিজেই নিজেকে ঠকিয়েছেন।)

আমাদের একটি ছোট গ্রুপ আছে এই গ্রুপে বড় আকারে কিছু না করতে পারলেও আমরা আপাতত আমাদের মেয়েদের জন্য যারা নিজের জন্য কিছু করতে চায়, যারা পরিশ্রমি সে সব " অপরাজিতা-অনন্যা " মেয়েদের কে আমাদের গ্রুপে প্রশিক্ষন দিয়ে তাদের কে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপ থেকে প্রশিক্ষনের পর তারা আমাদের গ্রুপেই আজীবন মেম্বার। এখানে প্রশিক্ষনের খরচ মধ্যম মানের এবং মাসিক কিস্তিতে পরিশোধ করা হয়। ক্লাস হয় অন-লাইনে লাইভ স্কাইপে তে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদের সাথে অন-লাইনে ক্লাস করছেন অনেক মেয়েরা। আমরা তাদের জন্য আনন্দিত। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকগুল দেখুন

এখনি দেখে নিন আর জানুন ফ্রীল্যান্সিং সম্পর্কে। অনেকে মনে করেন ফ্রীল্যান্সিং মানে টাকা আর টাকা। সঠিক ভাবে জানতে হলে আপনাকে ত পড়তেই হবে আমাদের এই লিংক যা আপনার কাজে লাগবেই , কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না।

সবাইকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন