সোমবার, ২৩ মার্চ, ২০১৫

আপনি যদি ফ্রীল্যন্সিং ক্যারিয়ার গড়তে চান, তাহলে পরপর কয়েকটি কাজ শিখুন ।

আপনি যদি ফ্রীল্যন্সিং ক্যারিয়ার গড়তে চান, তাহলে পরপর কয়েকটি কাজ শিখুন ।
১. কম্পিউটার অপারেশন এবং ইন্টারনেট
২. বেসিক গ্রাফিক্স,
৩. SEO + Content writing
এই কোর্সগুলো করার পর আপনি এই কাজ গুলো না করলেও কম্পিউটার আর ইন্টারনেট জগত সম্পর্কে সার্বিক ধারনা আর নলেজ আপনি শিখে যাবেন। এরপর এই নলেজ কাজে লাগিয়ে যে কোন দিকে এগিয়ে যেতে পারবেন সহজেই।
( সতর্কতাঃ কাজ না শিখে এই পথে কিছুই করা যায় না )
কি কাজ শিখবেন কিভাবে শিখবেন ?
জানতে হলে এখানেই দেখুন http://goo.gl/rVlBNT বিস্তারিত দেখে যোগাযোগ করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন