রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

সংক্ষেপে - ফ্রীল্যান্সিং টীম ২০১৪

সংক্ষেপে - ফ্রীল্যান্সিং টীম ২০১৪

বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের মত কোর্স ভিত্তিক নয়, বরং পরিপূর্ণ ট্রেনিং গাইড লাইন। ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়তে দৃঢ় মনোবল থাকলে আর কিছু নিয়ম মেনে চলতে পারলে গ্রুপে জয়েন হওয়া যাবে। সেই জন্য গ্রুপের এডমিশন চার্জ , মাসিক চার্জ প্রযোজ্য হবে। মাসিক চার্জ খুবই নগন্য। যাবতীয় যোগাযোগ আর ক্লাস হবে লাইভ অন-লাইনেঃ স্কাইপে এবং টীম-ভিউয়ারে । আপনি আপনার বাসায় বসে অন-লাইনে ক্লাস করে কাজ শিখবেন হাতে-কলমে। কোর্স সম্পন্ন করার পর আপনি আমাদের একটি স্পেশাল টীমের আজীবন মেম্বার হতে পারবেন।



অন-লাইন ক্লাসের সুবিধা কি ?

আপনি ঢাকার বাহিরে দেশের বা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমাদের ক্লাস করতে পারবেন। আর ঢাকার ভিতরে থাকলেও আপনার বাসা থেকে যে কোন ট্রেনিং সেন্টারে যাতায়াত করতেই ৪ ঘন্টা সময় নষ্ট হয়। প্রতিদিন ৮০ টাকা করে যাতায়াত করলে মাসে ১০ দিনে ৮০০ টাকা খরচ। সুতরাং টাকা এবং সময় দুটোই নষ্ট। আপনি টাকা উপার্জন করতে পারেন কিন্তু হারানো সময় ফেরত পাবেন না। তাই অন-লাইনে ক্লাস করলে এই ৪ ঘন্টা সময় বেচে যাবে। আর এই ৪ ঘন্টায় আপনি বাড়তি পরিশ্রম করে আরো বেশি শিখতে এবং কাজ করতে পারেবেন।

*** আগ্রহি থাকলে আপনার তথ্য দিয়ে এডমিশন হতে পারেন --

আগে সম্পূর্ণ তথ্য পড়ুন জানুন এবং ভাবুন এরপর এখানে ক্লিক করে এডমিশন হতে পারেন



*** আপনার যা থাকতে হবে ঃ-

১। সততা

২। পরিশ্রম করার মানষিকতা: পরিশ্রমি হতে হবে।

৩। দায়িত্ববোধঃ রেস্পন্সিবিলিটি নিয়ে কাজ করার মত দায়িত্বশীল হতে হবে।

৪। গ্রুপ চার্জঃ অন-লাইন ট্রেনিং ও গাইড লাইন এর জন্য গ্রুপের এডমিশন চার্জ , মাসিক চার্জ প্রযোজ্য হবে। মাসিক চার্জ খুবই নগন্য, যা প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

৫। ট্রেনিং এর ধরণঃ একদম বেসিক অ আ থেকে কাজ শিখানো হবে।

৬। প্রশিক্ষনকালঃ

* প্রায় ৪ মাস থেকে ১বছর হাতে কলমে প্রশিক্ষন দেয়া হবে। কাজ শিখা শেষ হলে গ্রুপের সাথে লাইফটাইম থেকে কাজ করতে পারবেন।

* কাজ শিখার সময় ও শিখার পর গ্রুপে থেকে কাজ করা যাবে। গ্রুপ ছেড়ে স্বাধিনভাবেও কাজ করা যাবে। আমরা গ্রুপের মাধ্যমে কাজ করে এগিয়ে চলতে বিশ্বাসী। কারণ গ্রুপে থেকে কাজ করলে অনেক কিছু শিখা যায় এবং দিন দিন নিজের ডেভেলপ করা সম্ভব, যা কখনই এককভাবে সম্ভব নয়, এছাড়া সার্বিক সাহায্য পাওয়া যায়। নিজের পরিবারের মতই গ্রুপ হবে আপনজন।

৭। একটা পিসি , ভাল ইন্টারনেট লাইন । যাবতীয় যোগাযোগ আর ক্লাস হবে লাইভ অন-লাইনেঃ স্কাইপে তে এবং টীম-ভিউয়ারে।

যা শিখানো হবেঃ

১। বেসিক কম্পিউটার অপারেশন ও ইন্টারনেট পরিচালনা ।

২। বেসিক ট্রাবলশ্যুটিং ও পিসি মেইন্টেনেন্স শিক্ষা ।

৩। ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লং কোর্স (বেসিক থেকে এডভান্সড )

( ১৪ মাস - যারা দৈনিক কম (শ্রম + সময়) দিয়ে, অল্প করে শিখতে চান তাদের জন্য।)

৪। ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড কোর্স (বেসিক থেকে এডভান্সড )

( ৪ মাস - যারা দৈনিক বেশী (শ্রম + সময়) দিয়ে কম সময়ে শিখতে চান তাদের জন্য। )

৫। ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ইন্টার্ণশীপ কোর্স (বেসিক থেকে এডভান্সড )

( ৪ মাস - যারা আগে থেকে কিছুটা পারেন বা বুঝেন তাদের জন্য। )

৬। SEO Standard Course + Content writing

( ৬ মাস - যারা সময় নিয়ে অল্প অল্প করে শিখতে চান, তাদের জন্য । )

৭। SEO Short Course + Content Writing

( ৩ মাস - যারা কম সময়ে শিখতে চান, তাদের জন্য । )



সাথে থাকছে , আউটসোর্সিং , ফ্রীল্যান্সিং ও জব মার্কেট এর সঠিক গাইড লাইন ,

এর পর থাকবে অন-লাইনে প্রোফাইল তৈরী , এক্সাম , অভার ভিউ, কাভার লেটার লিখা, জব খুজে নেয়া, জব সম্পাদন, টাকা উত্তোলন সহ সার্বিক বিষয়ে প্রশিক্ষন ও সহ যোগিতা ।

*** শেষ কথা হল আপনার কাজ আপনিই করবেন , তাই আপনাকেই কাজটি ভাল করে শিখতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন